আর কিছুক্ষণ, উত্তেজনা বাড়ছে সকলের মনে…

এখনও পর্যন্ত সিল্কিয়ারা টানেলের ৪৬.৮ মিটার পর্যন্ত ড্রিল করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
2023-11-14T141039Z_426911461_RC22D4AEAYYZ_RTRMADP_3_INDIA-TUNNEL-COLLAPSE.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ ১৩তম দিন। গতকালের পর আজ ফের সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। গতকাল Auger ড্রিলিং মেশিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে উদ্ধারকাজ বন্ধ করতে হয়েছিল মাঝপথেই। উদ্ধারকারীরা এখনও পর্যন্ত সিল্কিয়ারা টানেলের ৪৬.৮ মিটার পর্যন্ত ড্রিল করতে পেরেছেন। এখনও বাকি আরও খানিকটা পথ। তবে উদ্ধারকারী দলের অনুমান আজ বিকেল পর্যন্ত উদ্ধারকার্য সম্পন্ন করা যাবে। ফলে এখন সকলের মনে উত্তেজনা তুঙ্গে।

hiren