৩.৩৫ কেজি সোনা উদ্ধার করল ডিআরআই

বড় সাফল্য পেল রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। ডিআরআই মুম্বই থেকে ৩.৩৫ কেজি সোনা উদ্ধার করেছে।

New Update
জম্বনভ

নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই)। ডিআরআই মুম্বই থেকে ৩.৩৫ কেজি সোনা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২.১ কোটি টাকা। জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালান। তল্লাশির সময় রাজস্ব গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা এক যাত্রী, শুল্কমুক্ত দোকানের কয়েকজন কর্মচারী ও ফুড কোর্টের কয়েকজন কর্মচারীকে আটক করেছে। 

ডিআরআই জানিয়েছে, পেস্ট আকারে সোনা উদ্ধার করা হয়েছে। সোনার ওজন প্রায় ৩.৩৫ কেজি। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২.১ কোটি টাকা। বিমানবন্দরের কর্মীরা এই চোরাচালান করা সোনা বিমানবন্দরের বাইরে নিয়ে যেতেন এবং বিভিন্ন জায়গায় পরবর্তী ব্যক্তির হাতে তুলে দিতেন।