বাজেয়াপ্ত করা হল ৯২ কোটির মেফেড্রোন ! ভোপালে বড়মাপের মাদকচক্রের পর্দাফাঁস

মাদকচক্রের পর্দাফাঁস।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ মধ্য প্রদেশের ভোপালে একটি অবৈধ মাদক তৈরির কারখানায় হঠাৎ করেই হানা দেয় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে, সেখান থেকে ৬১.২ কেজি মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ কোটি টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

drugs ert.jpg

এই বিষয়ে ডিআরআই (DRI)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, '''অপারেশন ক্রিস্টাল ব্রেক' নামক এই অভিযানটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছিল। ভোপালের জগদীশপুর (ইসলামনগর) গ্রামের একটি নির্জন এলাকায় এই কারখানাটি চলছিল। এই মাদকচক্রের সাথে জড়িত থাকার অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।''