নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর টানেল উদ্ধার অভিযানে এবার হাজির ডিআরডিও-র আধিকারিকরা। সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য DRDO-এর রোবোটিক্স মেশিন দল এদিন ঘটনাস্থলে পৌঁছেছে। রোবোটিক্স মেশিনের সাহায্যে নির্দিষ্ট উদ্ধারকার্যের পথ খুঁজে বার করবেন তারা। কেননা ডেডলাইনের সময় এবার কমছে, তাই কাজে গতি বাড়িয়েছে উদ্ধারকারী দল।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)