New Update
/anm-bengali/media/media_files/5o9y7ujSLOqpjLnuVdXI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরট্রেনদুর্ঘটনা (Balasore Train Accident) নিয়ে নতুন করে টুইট করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রীঅশ্বিনীবৈষ্ণব।আজ তিনি (Ashwini Vaishnaw) টুইটারেলিখেছেন, "আজদুপুর১২টা৫মিনিটেডাউনমেইনলাইনপুনরুদ্ধারকরাহয়েছে। “ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। আহতের সংখ্যা ইতিমধ্যে হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে হাসপাতালগুলিতে বাড়ছে পরিচয়হীন মৃতদেহের স্তুপ। জানা গিয়েছে, এখনও অবধি ১৬০টি দেহের শনাক্তকরণ করা হয়নি ভুবনেশ্বর এইমসে পড়ে রয়েছে বহু নামহীন দেহ। শোনা যাচ্ছে, ডিএনএ টেস্ট করা হচ্ছে মৃতদেহগুলির।
Down main line made fit at 12:05 hrs today.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us