"ছয় মাসের মধ্যেই বিদায় নেবে ডাবল ইঞ্জিন সরকার"

খাড়গের বড় দাবি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-01 2.59.57 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারে নির্বাচনী আবহের মধ্যে কেন্দ্র ও রাজ্যের শাসক জোটকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাটনায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই ডাবল ইঞ্জিন সরকার আর ছয় মাসও টিকবে না। যে সরকার আসবে, সেটি হবে গরিবের সরকার, গরিব মহিলাদের সরকার, দলিতদের সরকার।”

খাড়গে অভিযোগ করেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি দাবি করেন, কংগ্রেস ও মহাগঠবন্ধন ক্ষমতায় এলে সমাজের প্রান্তিক মানুষদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে।

রাজনৈতিক মহলে খাড়গের এই মন্তব্যকে বিজেপি-বিরোধী জোটকে একত্রিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিজেপি অবশ্য খাড়গের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আগামী নির্বাচনেও ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর উন্নয়ন মডেলকেই মানুষ সমর্থন দেবে।

বিশ্লেষকদের মতে, আগামী মাসগুলিতে এই ধরনের মন্তব্য বিহারের রাজনৈতিক সমীকরণকে আরও তপ্ত করে তুলবে।