তিন-ভাষা নীতি চাপানোর অভিযোগ, বিজেপিকে সতর্ক করলেন উদয়নিধি স্ট্যালিন

আমরা বিভাজনের রাজনীতি করছি না, কিন্তু কেন্দ্রীয় সরকার ও বিজেপি আমাদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুগ্রহ করে তিন-ভাষা নীতি আমাদের ওপর চাপাবেন না।

author-image
Debjit Biswas
New Update
udaynidhi stalin

নিজস্ব সংবাদদাতা : তিন-ভাষা নীতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বেড়েই চলেছে তামিলনাড়ুর রাজনীতিতে। আর এবার তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন।

muhyrf

 তিনি বলেন, "আমরা বিভাজনের রাজনীতি করছি না, কিন্তু কেন্দ্রীয় সরকার ও বিজেপি আমাদের ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুগ্রহ করে তিন-ভাষা নীতি আমাদের ওপর চাপাবেন না।"