‘পরাজয়ের রাগ সংসদে দেখাবেন না’, আর্জি প্রধানমন্ত্রীর

ব্যঙ্গের সুরেই কংগ্রেসের হারে নুন ছিটিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi hiohoyh.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৫ রাজ্যের মধ্যে ৪টিতেই হার কংগ্রেসের। এক্সিট পোলের সমীক্ষাকে মিথ্যে প্রমাণিত করে ৩ রাজ্যে বিরাট জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। একমাত্র তেলেঙ্গানায় খাতা খুললেও জিততে পারেনি গেরুয়া শিবির। সেখানেই হাতে ভরসা রেখেছে মানুষ। আর ফলাফলের একদিন পরই সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। এদিন কার্যত ব্যঙ্গের সুরেই কংগ্রেসের হারে নুন ছিটিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ ভাষায় বললেন, "হারের রাগ, ক্ষোভ সংসদের ভিতরে প্রকাশ করবেন না। আপনারাও আসুন সংসদে পেশ হওয়া বিল নিয়ে সবাই আলোচনা করি"।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমি যদি সাম্প্রতিক নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কথা বলি, তাহলে বিরোধী দলে বসে থাকা আমাদের সহকর্মীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই অধিবেশনে আপনার পরাজয়ের ক্ষোভ বের করার পরিবর্তে, আপনি যদি ইতিবাচক বিষয় নিয়ে ভাবেন, পরাজয় থেকে শিক্ষা নেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। বিগত ৯ বছরের নেতিবাচকতার প্রবণতাকে পিছনে ফেলে দেশ তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আমি হাউসে বিরোধীদের সহযোগিতার জন্য অনুরোধ করছি। আজ আমি রাজনৈতিকভাবেও বলছি- আপনি যদি দেশকে ইতিবাচকতার বার্তা দেন তবে এটি আপনার জন্যও উপকারী। গণতন্ত্রের জন্য বিরোধী দলও সমান গুরুত্বপূর্ণ, তারও সমান সক্ষমতা থাকা উচিত”।

hiren