বিহারের বাসিন্দা হলেন ডোনাল্ড ট্রাম্প ! অনলাইন পোর্টালে করা হল ভুয়ো আবেদন,আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল পুলিশ

কি ঘটলো বিহারে ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা হিসেবে দেখিয়ে অনলাইন পোর্টালে ভুয়ো আবেদন জমা দেওয়ার একটি হাস্যকর ঘটনা সামনে এসেছে। গত ২৯শে জুলাই একটি রেসিডেন্স সার্টিফিকেটের জন্য করা এই আবেদনটিতে ট্রাম্পের ছবি, একটি জাল আধার নম্বর, বারকোড এমনকি গ্রাম, পোস্ট ও জেলার ঠিকানা ব্যবহার করা হয়েছে। এই আবেদনটির নম্বর হল BRCCO/2025/17989735। তবে এই ধরনের ডিজিটাল রসিকতায় মোহিতউদ্দিন নগরের সার্কেল অফিসার (CO) মোটেও প্রভাবিত হননি। তিনি এই জালিয়াতিটি দ্রুত ধরে ফেলেন এবং আবেদনটি বাতিল করে দেন। তিনি এটিকে তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

donald trump

ওই আধিকারিক কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সাইবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ এখন অপরাধীর আইপি অ্যাড্রেস (IP ADDRESS) খুঁজে বের করার চেষ্টা করছে।