মেক ইন ইন্ডিয়া-র বড় সাফল্য ! প্রতিরক্ষা উৎপাদন ১.৫১ লক্ষ কোটি টাকা, রপ্তানি প্রায় ২৪,০০০ কোটি

বড় অগ্রগতি ভারতের।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারত যে সামরিক সরঞ্জাম আমদানির ওপর নির্ভরশীল ছিল, সেই পরিচিতি থেকে দ্রুত বেরিয়ে এসে এখন বিশ্বের সামনে এক বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই তথ্য দিয়ে দেশের প্রতিরক্ষা উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে 'আত্মনির্ভর ভারত' নীতির বিশাল সাফল্যের কথা তুলে ধরেছেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ২০১৪ সালের পর থেকে প্রতিরক্ষা উৎপাদনে ভারত এক অভূতপূর্ব বৃদ্ধি দেখিয়েছে। ২০১৪ সালে প্রতিরক্ষা উৎপাদন ছিল প্রায় ৪৬,০০০ কোটি টাকা। বর্তমানে তা রেকর্ড বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণও দ্রুত বেড়ে বর্তমানে প্রায় ২৪,০০০ কোটি টাকা ছুঁয়েছে।

Rajnath

এই পরিসংখ্যান স্পষ্টতই ভারত সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বদেশীকরণ (Indigenisation)-এর ওপর জোর দেওয়ার ফলের প্রতিফলন।

রাজনাথ সিং বলেন, ''এই বিপুল বৃদ্ধি প্রমাণ করে যে ভারত এখন শুধু ক্রেতা দেশ নয়, বরং সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি বিশ্বস্ত কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে।'' তিনি বেসরকারি সংস্থার ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং প্রতিরক্ষা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (DPSUs)-এর ভূমিকারও প্রশংসা করেন।