Breaking : মোদীসরকারকে সমর্থন তৃণমূলের? খোলসা করলেন সাংসদ

সংসদের পাঁচদিনের এই বিশেষ অধিবেশন শুরুর আগে একটি সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেখানেই বিরোধীরা একযোগে দাবি তুলেছিল সংসদের এই বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিল যাতে পাশ করানো হয়। বিশেষত কংগ্রেসের তরফে এই দাবি জোরাল করা হয়।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
breaking.webp

নিজস্ব সংবাদদাতা :  নতুন সংসদ ভবনে অধিবেশনের শুরুর দিনই নজরে মহিলা সংরক্ষণ বিল। একে একে মহিলা সাংসদরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি জানান, "এটা নির্বাচনের বাধ্যবাধকতা, আর কিছু নয়। নির্বাচন ঘনিয়ে আসছে, তারা (কেন্দ্রের বিজেপি সরকার) গত ৯.৫ বছরে কিছুই করেনি। যদি তারা মহিলা সংরক্ষণ বিল আনতে পারে , আমরা এটি সমর্থন করব।কখনও না করার চেয়ে দেরি করা ভাল।'' 

তৃণমূল সাংসদ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে যদি মহিলা সংরক্ষণ বিল আনতে পারে কেন্দ্রের বিজেপি সরকার, তবে সমর্থন করবে তৃণমূল। কোনোদিনও না হওয়োার চেয়ে দেরিতে হওয়া ভালো।