এই লিঙ্কে ক্লিক করেছেন? সর্বনাশ! তাড়াতাড়ি পড়ুন

ইনস্টাগ্রামে চাকরির এক বিজ্ঞাপন দেখে ক্লিক করেন দিল্লির এক তরুণী। ৮ লক্ষ টাকা খোয়ালেন তিনি। উল্লেখ ছিল যে সেই লিঙ্কে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyber

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: ইনস্টাগ্রামে (Instagram) চাকরির এক বিজ্ঞাপন (Job Advertisement) দেখে ক্লিক করেন দিল্লির (Delhi) এক তরুণী। ৮ লক্ষ টাকা খোয়ালেন তিনি। চাকরির ফর্ম ফিলাপের জন্য ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে একটি লিঙ্ক দেওয়া ছিল যেখানে উল্লেখ ছিল যে সেই লিঙ্কে ক্লিক করলেই 'এয়ারলাইনজবঅলইন্ডিয়া' নামে নতুন একটি পেজ খুলবে। সেখানে ক্লিক করা মাত্রই সর্বনাশ হয়ে গেলো ওই তরুণীর (Fraud Case)। রাহুল নামে এক ব্যক্তি ফোন করে তাঁকে রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫০ টাকা জমা করতে বলে। অভিযোগ, টাকা জমা দিতেই 'গেট পাস ফি', বিমা এবং নিরাপত্তার জন্য তরুণীর কাছ থেকে ৮ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে নেয় সে। এরপর আরও টাকা চাওয়া হলে তরুণী থানায় হাজির হন। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।