New Update
/anm-bengali/media/media_files/aFUXM0l9WUUvxeB2wjlk.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হলেন ডিএমকে (DMK)-র যুবনেতা আর.দেয়ভাসিয়াল। এক ২০ বছরের ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় এবার উত্তাল হয়ে উঠেছে তামিলনাড়ু। এই ছাত্রীর বয়ান অনুযায়ী ডিএমকে (DMK)-র ওই যুবনেতা ওই ছাত্রীর সাথে লিভ-ইন রিলেশনশিপে ছিল। কিন্তু ক্রমেই ওই যুবনেতার আসল চরিত্র পরিষ্কার হয়ে ওঠে। ওই ছাত্রীর অভিযোগ,প্রায় প্রতিদিনই ওই যুবনেতা তার ওপর নানা রকমের যৌন নির্যাতন চালাতো, সাথেই সাথেই চলতো নানান ধরণের অত্যাচার। এই অভিযোগ ওঠার পর আর.দেয়ভাসিয়ালকে আপাতত ডিএমকে (DMK) পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us