AAP-এর পাশে দাঁড়াল DMK, নেবে প্রতিশোধ

এই ঘটনায় ক্ষুব্ধ ইন্ডিয়া জোট। ক্ষুব্ধ জোটে থাকা নেতা-নেত্রীরা।

New Update
Kejriwal arrest protest.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবগারি দুর্নীতির মামলায় ইডি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। আজ আদালতে পেশ করা হয়েছে তাঁকে। এই ঘটনায় ক্ষুব্ধ ইন্ডিয়া জোট। ক্ষুব্ধ জোটে থাকা নেতা-নেত্রীরা।

এদিন গ্রেফতারের বিষয়ে, ডিএমকে মুখপাত্র টিকেএস এলাঙ্গোভান বলেন, "বিজেপি এই নির্বাচনে সম্পূর্ণ ব্যর্থতার ভয় পেয়েছে। তারা বুঝতে পেরেছে যে জনগণের মানসিকতা তাদের বিরুদ্ধে, তাই তারা এই কার্যকলাপের দ্বারা বিরোধীদের উপর চাপ রাখতে চায়। মানুষ বুঝতে পেরেছে বিজেপি কী এবং তারা তাদের ভোট দেবে না”।

n,

“যেহেতু দিল্লি হাইকোর্ট 2G স্পেকট্রাম মামলায় এ রাজা এবং অন্যদের খালাসের বিরুদ্ধে সিবিআইয়ের আপিলের অনুমতি দিয়েছে, তাই এদিন তা নিয়েও প্রতিক্রিয়া দেন ডিএমকে মুখপাত্র। এদিন তিনি বলেন, “ট্রায়াল কোর্টের রায় খুব স্পষ্ট। এই লোকেরা গত ৬ বছর ধরে নীরব ছিল। অনেক আগেই আপিল করা হয়েছিল। যেহেতু আমরা বিরোধী শিবির, তাই সরকার এটা নিতে পারত, কিন্তু তাদের কাছে এটা নেওয়ার কোনো ভিত্তি নেই। আদালত অবশ্যই যুক্তিসঙ্গত ভাবে সঠিক রায় দেবে, তাই আমরা বিরক্ত নই এই বিষয়ে”।

juuuik.png

Add 1

cityaddnew

স