কাল সঞ্জয় সিং, আজ ডিএমকে সাংসদ, চলছেটা কি!

ভোররাত থেকে তল্লাশি অভিযানে নেমেছে আয়কর বিভাগ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (48)(2).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই ইডির হাতে গ্রেফতার হন আপ সাংসদ সঞ্জয় সিং। আর আজ ভোররাত থেকে তল্লাশি অভিযানে নেমেছে আয়কর বিভাগ। নজরে তামিলনাড়ুর ডিএমকে সাংসদ।

যা জানা যাচ্ছে, এদিন ভোর থেকেই ডিএমকে সাংসদ এস জগঠরক্ষকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। ৪০টিরও বেশি জায়গায় অনুসন্ধান করা হচ্ছে আয়কর বিভাগের পক্ষ থেকে। তাঁদের সাথে রয়েছে সিআরপিএফের জওয়ানরাও।