বিজেপি-জেডিএস ভোট নিয়ে হতাশ কংগ্রেস? হাতছাড়া ২৮ টি আসন!

ফের শিরোনামে কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivkumar)।

author-image
SWETA MITRA
New Update
shivkumarss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪-এর লোকসভা ভোটেবিজেপি-জেডি(এস) জোট করবে। এদিকে এই জোটপ্রসঙ্গেবড় মন্তব্য করলেন কর্ণাটকেরউপ মুখ্যমন্ত্রীডিকেশিবকুমার (DK Shivkumar)। তিনিবলেন, "এটাওঁদেরইচ্ছা।আমরাওভেবেছিলামযেআমরাজেডিএসেরসাথেযোগদেবএবং২৮টিআসনজিতবতবেশেষপর্যন্তজেডিএসএবংকংগ্রেসএকটিকরেআসনজিতেছে।আমরাআত্মবিশ্বাসীযেআমরা২৫টিরওবেশিআসনজিতব।সিদ্দারামাইয়ারনামেরয়েছে 'রাম'... আমারনামেরমধ্যে 'শিব' আছেন।আমরাসবাইহিন্দু।এটাআমাদেরব্যক্তিগতপছন্দঅপছন্দ।আমিসবসম্প্রদায়কেবিশ্বাসকরি। ধর্মেরাজনীতিথাকাউচিৎনয়।