Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Bnd49UifyByjFgpTnmE5.jpg)
নিজস্ব সংবাদদাতা: দ্রুত জানা যাবে কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম। বুধবার এমনটা জানিয়েছেন রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala)। প্রশ্ন থাকছেই, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে, সিদ্দারামাইয়া (Siddaramaiah) নাকি ডিকে শিবকুমার (DK Shivakumar)। অনেকে মনে করছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সিদ্দারামাইয়া এগিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে মুখে কুলুপ এঁটেছেন শিবকুমার। তাঁকে একের পর এক প্রশ্ন করা হলেও মুখ খোলেননি তিনি। ভাই ডিকে সুরেশের বাড়িতে প্রবেশের সময় সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছিলেন। উত্তর দেননি শিবকুমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us