BREAKING: ওরা অভিযোগ করবে, আর আমরা রক্ষা করব ! পদপিষ্ট হওয়ার ঘটনায় মুখ খুললেন ডি কে শিবকুমার

কি বললেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার ?

author-image
Debjit Biswas
New Update
DK SHIVKUMAR.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল (IPL) বিজয় উৎসবকে কেন্দ্র করে এক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। এই বিষয়ে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। আর এবার এই বিষয়ে মুখ খুললেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেন,''“ওরা শুধু অভিযোগ করার জন্য আছে, আর আমরা আছি মানুষকে রক্ষা করার জন্য। আর হ্যাঁ, আমি এখন হাসপাতালে যাচ্ছি। এইসময় আহত মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব।”

shivkumar11.jpg