এবার প্লাজমাতেই ভরসা বলছেন ডিক্স

এখন সকলেই প্লাজমা মেশিনের ওপর ভরসা রাখছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Arnold-Dix.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানে অগার ড্রিলিং মেশিন ভেঙে যাওয়ায় যেন সমগ্র উদ্ধার কাজই স্তব্ধ হয়ে গিয়েছে। উদ্ধারকারী দল হাল ছাড়েননি ঠিকই কিন্তু সমগ্র গতিই মন্থর হয়ে গিয়েছে। তবে এখন সকলেই প্লাজমা মেশিনের ওপর ভরসা রাখছেন। কেননা এই প্লাজমা মেশিন ইস্পাত কাটতে পারদর্শী। তাই মনে করা হচ্ছে এই মেশিন কাজে গতি আনবে।

আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ, আর্নল্ড ডিক্স এদিন বলেন, “অগার মেশিনটি ব্যর্থ হয়েছে, এবং পাইপ থেকে অগার বের করতে আমাদের অনেক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হচ্ছে। আজ সকালে অবশ্য অনেক দ্রুত হচ্ছে প্লাজমা কাটারের সাহায্যে। সাহসী উদ্ধারকারীরা প্লাজমা কাটার দিয়ে পাইপে ঢুকছে এবং টুকরো টুকরো করে কেটে ফেলছে ধাতব পাতগুলি। আজ সকাল থেকে দ্রুত গতিতে চলছে এই প্রক্রিয়া। একবার, আমরা অগার বের করে ফেললে, আমরা ভিতরে যেতে পারব, পাইপের অবস্থা কি আছে দেখতে পারব”।

 

hiren