দিওয়ালির সেলিব্রেশন হবে ৩ বার! কীভাবে?

একদিকে দিওয়ালি, অন্যদিকে নির্বাচন। তার ওপর সামনেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। বড় বার্তা অমিত শাহের।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : আগামী ১২ নভেম্বর দিপাবলী। কিন্তু এবছর দীপাবলির উদযাপন হবে ৩ বার। এমনটাই শোনা গেল অমিত শাহের মুখে। পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। তার আগে চলছে নির্বাচনী প্রচার। শনিবার মধ্যপ্রদেশে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "এবার মধ্যপ্রদেশ তিনবার দিওয়ালি উদযাপন করবে।প্রথম দীপাবলি পালিত হবে দীপাবলিতেই, দ্বিতীয় দিওয়ালি ৩ ডিসেম্বর বিজেপি সরকার গঠন করলে উদযাপন করা হবে।  তৃতীয় দীপাবলি ২২ জানুয়ারি উদযাপন করতে হবে অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর।"
মানওয়ারে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় উন্নয়নের কতা স্মরণ করিয়ে শাহ বলেন, "মধ্যপ্রদেশের উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য ভোট দিন। আঠারো বছরে, বিজেপি প্রতিটি গ্রামে রাস্তা এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।"