স্বস্তি, অবশেষে জামিন পেলেন নেতা!

জামিন পেল আম আদমি পার্টির নেতা চৈতার ভাসাভা।

author-image
Aniruddha Chakraborty
New Update
aap

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বনকর্মীদের হুমকি দেওয়ার মামলায় গুজরাটের দেদিদায়াপাড়া আসনের আম আদমি পার্টির (আপ) নেতা চৈতার ভাসাভাকে শর্তসাপেক্ষে জামিন দিল গুজরাট নর্মদা জেলা আদালত। জেলা আদালত ভাসাভাকে এই শর্তে জামিন দিয়েছে যে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নর্মদা জেলার সীমানায় প্রবেশ করবেন না।

গত ৯ জানুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ভারুচ লোকসভা কেন্দ্র থেকে চৈতার ভাসাভাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাজপিপলা জেলে চৈতার ভাসাভার সঙ্গেও দেখা করেন তিনি।

hire