নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে ডিম্পল যাদবের প্রতিক্রিয়া

যদি সারা দেশে SIR পরিচালনা করতে চায় কমিশন, তাহলে করুক”— বললেন সমাজবাদী পার্টি সাংসদ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-27 4.26.31 PM

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন কমিশনের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানালেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশন সারা দেশে SIR (Special Inspection or Review) পরিচালনা করতে চায়, তাহলে করুক। এতে আমাদের কোনও আপত্তি নেই।”

তিনি আরও বলেন, সমাজবাদী পার্টি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে চায়। তবে কমিশনকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দিম্পল যাদবের এই মন্তব্যকে রাজনৈতিক মহল দেখছে একটি সতর্ক প্রতিক্রিয়া হিসেবে— যেখানে সরাসরি বিরোধিতা না করেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা হয়েছে।