/anm-bengali/media/media_files/bTBLDdsuo29S7bJvIQWC.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির অবমাননাকর মন্তব্য এবং তা নিয়ে বিজেপির বিক্ষোভের প্রেক্ষিতে মুখ খুললেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তিনি বলেন, “এটা ভালো হতো যদি তারা (এনডিএ) মণিপুরের ঘটনায় প্রতিবাদ করত, যেটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। মণিপুরের মহিলাদের পাশে দাঁড়ালে তারা আরও বেশি দায়িত্ববান হতেন।”
/anm-bengali/media/post_attachments/d5cee864-ebb.png)
তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের সেনা অফিসারদের নিয়ে বিজেপি নেতাদের যেভাবে মন্তব্য করতে দেখা গেছে, সেক্ষেত্রে এনডিএ যদি তাঁদের পাশে দাঁড়াত, তা আরও সম্মানজনক হতো।" ডিম্পল যাদবের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, মহিলা সম্মান এবং জাতীয় নিরাপত্তা—উভয় ক্ষেত্রেই বিজেপির অবস্থান প্রশ্নের মুখে।
#WATCH | Delhi | On AIIA President Moulana Sajid Rashidi's derogatory remark against herself and BJP's protest on it, SP MP Dimple Yadav says, "... It would have been better if they had protested against the Manipur incident, the videos of which were viral on social media. It… pic.twitter.com/CmvSWQHcNf
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us