নিজস্ব সংবাদদাতা : এবার তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল। তিনি বলেন,''তেজস্বী যাদব লালু যাদবের ছেলে, এর বাইরে সে আর কিছুই না। নবম শ্রেণিতে ফেল করা লালু যাদবের ছেলেকে আর কি চাকরি দেওয়া হবে ?"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/07/L4RQIuoqOVIvrdikoA8l.jpeg)
বর্তমানে তেজস্বী যাদব যেখানে ক্ষমতায় এলে ব্যাপক সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে বিজেপি সভাপতি সেই প্রতিশ্রুতিকে উপহাস করে বলেছেন "এনডিএ (NDA) সরকার তাকেও (তেজস্বীকে) কিছু কর্মসংস্থান দেওয়ার কথা অবশ্যই ভাববে।"
তেজস্বী কেবল লালু যাদবের ছেলে,এটাই তার পরিচয় ! তেজস্বীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে চরম কটাক্ষ করলেন দিলীপ জয়সওয়াল
কি বললেন দিলীপ জয়সওয়াল ?
নিজস্ব সংবাদদাতা : এবার তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ জয়সওয়াল। তিনি বলেন,''তেজস্বী যাদব লালু যাদবের ছেলে, এর বাইরে সে আর কিছুই না। নবম শ্রেণিতে ফেল করা লালু যাদবের ছেলেকে আর কি চাকরি দেওয়া হবে ?"
বর্তমানে তেজস্বী যাদব যেখানে ক্ষমতায় এলে ব্যাপক সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে বিজেপি সভাপতি সেই প্রতিশ্রুতিকে উপহাস করে বলেছেন "এনডিএ (NDA) সরকার তাকেও (তেজস্বীকে) কিছু কর্মসংস্থান দেওয়ার কথা অবশ্যই ভাববে।"