নিজস্ব সংবাদদাতা : বছরভর ব্যস্ততা থাকে তুঙ্গে। পুজোর কটাদিন বাংলার বাইরে দিলীপ ঘোষ! কন্যাকুমারীতে ভ্রমণের কয়েক ঝলক ইতিমধ্যেই নিজের ট্যুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন তিনি। এবার পোস্ট করলেন দশমীর ডেস্টিনেশন। কেরালার ত্রিবান্দ্রমের বিখ্যাত কোভালাম সমুদ্র সৈকতে ভ্রমণ করছেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, ''প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। আরব সাগরের সুনির্মল জলরাশি খুবই মনোমুগ্ধকর। সমুদ্রের পাশেই রয়েছে বহু কাল ধরে দাঁড়িয়ে থাকা লাইট হাউস। নাবিকদের পথ দেখাতেই তৈরি হয়েছিল এই লাইট হাউসগুলো।''
/anm-bengali/media/post_attachments/ZHinlH1DWHnPGHclFpNq.jpeg)