নিজস্ব সংবাদদাতাঃ রবিবাসরীয় সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত রয়েছেন মোদীর শপথ গ্রহণে। দেশেরও বিভিন্ন রাজনীতিকরা আমন্ত্রিত রয়েছেন সেখানে। তবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। এবারের লোকসভা ভোটে পরাস্ত হয়েছেন তিনি। কিন্তু এককালে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। বাংলায় আজ বিজেপির যে সংগঠন তৈরি হয়েছে, তার চারাগাছ বপন করেছিলেন দিলীপ ঘোষই। এবার তৃতীয় বারের জন্য মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে আমন্ত্রণ পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)