ডিজিটাল ডেমোক্রেসি ডায়ালগে উঠে এলো নারী নেতৃত্ব ও প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা

দায়িত্বশীলভাবে ব্যবহার করলেই কেবল টেকসই গণতান্ত্রিক উন্নয়ন সম্ভব।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-09-25 at 23.51.07

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ডিজিটাল ডেমোক্রেসি ডায়ালগের তৃতীয় সংস্করণ। গোয়ার বিনোদন সমিতি ও গোয়া সরকারের সহায়তায় রামভাউ মহলগি প্রবোধিনী এই গুরুত্বপূর্ণ আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যসভার মাননীয় সদস্য শ্রীমতী এস. ফাংনন কোনিয়াক।

তিনি “নারী-নেতৃত্বাধীন উন্নয়ন, নারী-নেতৃত্বাধীন সমাজ” শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উঠে আসে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুযায়ী নারীরা জাতি গঠনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সিদ্ধান্ত গ্রহণ ও সমাজ নির্মাণের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন যে ভবিষ্যতের জন্য অপরিহার্য, সেই বার্তাই দেন তিনি।

শ্রীমতী কোনিয়াক আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রযুক্তি ও ডিজিটালাইজেশন বড় ভূমিকা পালন করছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের কণ্ঠস্বরকে সামনে আনা, অংশগ্রহণ বাড়ানো এবং গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে ডিজিটাল মাধ্যম কার্যকরী ভূমিকা রাখছে। তবে এই সব সরঞ্জামকে দায়িত্বশীলভাবে ব্যবহার করলেই কেবল টেকসই গণতান্ত্রিক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।