মমতার 'একলা চলো' নীতি, ভোটের আগেই ভাঙবে জোট! হয়ে গেল ভবিষ্যৎবাণী?

তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে এমনভাবে আলটিমেটাম দিয়েছেন যে আসন ভাগাভাগি নিয়ে আরও আলোচনা এখন নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে।

author-image
SWETA MITRA
New Update
mamataacm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় একাই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করে দিয়েছেন।

rainad

আর এই নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  তৃণমূলসুপ্রিমোমমতাবন্দ্যোপাধ্যায়েরমন্তব্যএবংকংগ্রেসসাংসদরাহুলগান্ধী (Rahul Gandhi)-রপ্রতিক্রিয়াসম্পর্কেউত্তরপ্রদেশেরমন্ত্রীধরমবীরপ্রজাপতি (Dhramveer Prajapati)বড় মন্তব্য করেছেন।

ff1

তিনি বলেছেন, "যতক্ষণে নির্বাচন ঘনিয়ে আসবে, ততক্ষণে এই জোট ভেঙে যাবে, কারণতারাসকলেইঅত্যন্তউচ্চাকাঙ্ক্ষী। ভারতেরপ্রধানমন্ত্রীরজন্যএকটাইপদ, আর এই পদের জন্য বিরোধীদের অনেক মুখ রয়েছে। নিশ্চয়ই সংঘর্ষ হবে।“ flames1