/anm-bengali/media/media_files/0cZctigFHXLpKV0QIcGH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অপয়া তকমা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর এই নিয়ে দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। একপ্রকার ক্ষেপে উঠেছে বিজেপি দল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মন্তব্যের জন্য রাহুলকে (Rahul Gandhi) কারণ দর্শানোর নোটিশ অবধি জারি করা হয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, "রাহুল গান্ধী এবং তাঁর পরিবারের একটাই কাজ, তা হল দেশের সিদ্ধান্তের অপব্যবহার করা। জনগণের আশীর্বাদে ২০১৪ সাল থেকে দেশের সেবা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কংগ্রেস পার্টি দুর্নীতিগ্রস্ত, তারা বিশ্বাস করত যে এই দেশ তাদের সম্পত্তি। একটি দরিদ্র পরিবারের একজন ব্যক্তি তাদের একচেটিয়া হিসাবে বিবেচনা করা অবস্থানে বসে থাকায় তাদের কষ্ট হচ্ছে। সে কারণেই তিনি (রাহুল গান্ধী) এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করে প্রধানমন্ত্রীর সমালোচনা করার চেষ্টা করছেন।“
#WATCH | Bhubaneswar, Odisha: On the EC issuing show cause notice to Rahul over remarks against PM Modi, Union Minister Dharmendra Pradhan says, "Rahul Gandhi and his family have only one job, which is to abuse the country's decision... PM Modi has been serving the country since… pic.twitter.com/5myYHPILwI
— ANI (@ANI) November 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us