/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ওড়িশার জয়পুরে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন,''আজ জগন্নাথ প্রভুর ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই শুভ দিনেই, ঐতিহাসিক জয়পুরের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কেন্দ্রীয় বিদ্যালয়টি অনুমোদন করেছেন, তার উদ্বোধনের সুযোগ পেলাম।” এরপর তিনি বলেন,''এই বিদ্যালয় এখানকার শিক্ষার মান উন্নত করবে এবং এখানকার ছাত্র-ছাত্রীদের উন্নত সুযোগ-সুবিধা দেবে।''
#WATCH | Koraput, Odisha | Union Education Minister Dharmendra Pradhan says, "Today is an important day in Jagannath prabhu tradition and on this auspicious occasion I got the opportunity to inaugurate a Central School which PM Modi sanctioned in this historic place of… https://t.co/JHFg9v59xApic.twitter.com/WL4CHabSOm
— ANI (@ANI) July 6, 2025