BREAKING: ওড়িশার সম্বলপুরে রেলওয়ে ওভার ব্রিজ ও নতুন সড়ক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান !

কি বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ?

author-image
Debjit Biswas
New Update
Dharmendra Pradhans1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ওড়িশার সম্বলপুরে একটি রেলওয়ে ওভার ব্রিজ ও একটি নতুন সড়ক উদ্বোধন করলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন,''আজ ওড়িশার নাগরিকদের সুবিধার্থে,ওড়িশার উন্নয়নে আরও একটি নতুন অধ্যায় যুক্ত হল। প্রায় ৭ কোটি টাকার বাজেটে এই দুটি প্রকল্প সম্পন্ন হয়েছে। যারফলে চরম উপকৃত হবেন ওড়িশার মানুষ।''

dharmendra pradhan.jpg