/anm-bengali/media/media_files/2025/11/24/dharmendra-funeral-2025-11-24-16-20-49.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সোমবার দুপুর গড়াতেই হঠাৎ থমথমে হয়ে ওঠে গোটা দেশ। দেওল পরিবারের সামনের দৃশ্য যেন আরও ঘনীভূত করে উদ্বেগ। সাদা পোশাকে পরিবার, সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স, বেশ কয়েকটি গাড়ি, আর ভিলে পার্লে শ্মশানঘাটে ক্রমেই বাড়তে থাকা ভিড়—সব মিলিয়ে যেন আগেভাগেই ইঙ্গিত দিচ্ছিল আসন্ন দুঃসংবাদের।
গত কয়েক দিন ধরে একাধিকবার অভিনেতা ধর্মেন্দ্র–কে নিয়ে মৃত্যু-গুজব ছড়িয়েছিল। তাই প্রথমে কেউই বিশ্বাস করতে চাইছিল না যে, এবার ঘটনাটা সত্যি হতে পারে। অনেকের মনেই প্রশ্ন -“তবে কি সত্যিই তিনি আর নেই?” পরিবারের নীরবতা সেই প্রশ্নকেই আরও প্রকট করে তুলেছিল।
সময়ের সঙ্গে সঙ্গে শ্মশানঘাটে দেখা যেতে থাকে বলিউড তারকাদের ভিড়। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, গৌরী খান-সহ আরও অনেকেই। তাদের উপস্থিতি কার্যত নিশ্চিত করে দেয় আশঙ্কা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/24/dharmendra-funeral-2025-11-24-16-08-56.jpg)
অন্দরমহল সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর মুখাগ্নি করেছেন তাঁর বড় ছেলে সানি দেওল, এবং শেষকৃত্যও সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এতকিছুর পরও পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ।
অনুরাগীদের আক্ষেপ—তারা শেষবারের মতো প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানাবার সুযোগও পেলেন না। এদিকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক সেলিব্রিটির পোস্টে স্পষ্ট হয়ে যাচ্ছে, কিংবদন্তি অভিনেতাকে হারিয়েছে দেশ। তবুও প্রশ্ন রয়ে গেছে - কেন পরিবারের তরফ থেকে সবটা গোপন রাখা হল?
এই প্রশ্নের জবাবের অপেক্ষায় এখন গোটা দেশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us