"স্বাস্থ্য কারণ নয়, চাপেই ধনখড়ের পদত্যাগ", সন্দেহ প্রকাশ শ্রীকান্ত জেনার

জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগে চাপে সরকারের ইঙ্গিত, 'স্বাস্থ্য নয়, রাজনৈতিক কারণেই সরে দাঁড়ানো' — দাবি কংগ্রেস নেতা শ্রীকান্ত জেনার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-23 11.12.56 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কংগ্রেস নেতা শ্রীকান্ত জেনা ভুবনেশ্বরে বলেন, “আমি শুনেছি উনি হঠাৎ করেই পদত্যাগ করেছেন, স্বাস্থ্যজনিত কারণ দেখিয়েছেন। তবে উনি একদম সুস্থ ছিলেন।”

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “আমার মতে, এখানে কিছু একটা ঘটেছে। এটা সরকারের চাপের ফল হতে পারে। আমি মনে করি, সরকারই তাঁকে পদত্যাগ করতে বলেছে।” এই মন্তব্য ঘিরে ধনখড়ের পদত্যাগের পেছনের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে সরকার বা ধনখড়ের তরফে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।