/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গত শনিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ফের যখন রাত ১০টা থেকে সংঘর্ষ বিরতি শুরু হয়, তখনই ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ডিজিএমও বৈঠকের বিষয়টি। যেখানে স্পষ্ট বলা হয়েছিল, সংঘর্ষ বিরতি করার পরও পাকিস্তান ফের কেন হামলা চালালো, সেই বিষয় জানতে চাওয়া হবে পাকিস্তানের কাছে। আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানা যায়। তবে আজই যুদ্ধবিরতির যে সময়সীমা ছিল তা শেষ হচ্ছে। আর তাই সেই সব ভেবে দুপুর ১২টার যে বৈঠক ছিল দুই দেশের ডিজিএমও-র মধ্যে, তার সময় বদল করা হল।
/anm-bengali/media/media_files/2025/05/12/smkgfCuGBcec4yoXWIKQ.jpg)
যা জানা যাচ্ছে, দুপুর ১২টার বদলে সন্ধ্যায় হবে সেই বৈঠক। ভারতের তরফেই বদল করা হয়েছে এই সময়। কেননা, এর আগে ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকে দেখা গেছে সন্ধ্যা থেকেই ড্রোন হামলা, মিসাইল হামলা শুরু করেছিল পাকিস্তান। তাই ঐ সময়টা পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ভারত। সেই সময়ের পরই হবে দুই ডিজিএমও-র বৈঠক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us