/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু বিমানবন্দরে একটি অঘোষিত তল্লাশি অভিযান চালায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। আর এই তল্লাশি অভিযান চলার সময়, একাধিক নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ মেলার পর এবার তুর্কির এক বিমান সংস্থার বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করলো ভারত। এই বিষয়ে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে,''তুর্কির ওই বিমান সংস্থার একটি কার্গো ফ্লাইটে বিপজ্জনক বিস্ফোরক দ্রব্য বহন করা হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে প্রয়োজনীয় অনুমোদন ওই বিমান সংস্থার কাছে ছিল না। ভারতে বিস্ফোরক পরিবহনের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র পূর্ব অনুমতি থাকা বাধ্যতামূলক।'' এরপর এই বিষয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা লঙ্ঘনের এই ঘটনার পর ওই বিমান সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/media_files/2025/05/14/ViTxkQqLkXhq5iwmsvmH.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us