নিজস্ব সংবাদদাতা:বুধবার প্রয়াগরাজ মহাকুম্ভে পদদলিত হওয়ার পর আজ ভিড় কম। মেলায় আসা-যাওয়ার রুট আলাদা করা হয়েছে। এর মধ্যেই আরো এক আপডেট। সঙ্গমের চারপাশে 3 কিলোমিটার পর্যন্ত ভক্তদের দাঁড়াতে দেওয়া হবে না।