অযোধ্যায় শুরু 'রাম দরবার প্রাণ প্রতিষ্ঠা' আচার! জমছে ভিড়

দেখে নিন ভিডিও।

author-image
Anusmita Bhattacharya
New Update
ram temple vior.jpg

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রথম তলায় রাম দরবারের ‘প্রাণ প্রতিষ্ঠা’র আচার শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাম জন্মভূমি মন্দিরে পুজো অর্পণ করার জন্য ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ২২ জানুয়ারী, ভগবান রামের বাল্য রূপের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, এখন রাজা রামের প্রাণ প্রতিষ্ঠা করা হল।

ram temple