গুজব ছড়িয়ে দাঙ্গার পরিস্থিতি ! নাগপুর হিংসার মামলায় বড় তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
Debjit Biswas
New Update
Devendra_Fadnavis_on_BJP_seats_maharashtra_1716821177507_1716821177821.webp

নিজস্ব সংবাদদাতা : নাগপুর হিংসার মামলায় এবার বড় তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আজ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে নাগপুর হিংসার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 Devendra Fadnavis

তিনি বলেন, "নাগপুরে দীর্ঘদিন ধরে কোনও দাঙ্গার ঘটনা ঘটেনি। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে এই পরিস্থিতি তৈরি করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।"