New Update
/anm-bengali/media/media_files/3joiQyvWaTY2WOJxwCdu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দেবেন্দর যাদবের নাম ঘোষণা করল কংগ্রেস। কয়েকদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে দলের দিল্লি সভাপতির পদ থেকে ইস্তফা দেন অরবিন্দর সিং লাভলি।
Devender Yadav appointed as the interim President of the Delhi Pradesh Congress Committee. pic.twitter.com/6ocbNaZgeP
— ANI (@ANI) April 30, 2024
সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল মঙ্গলবার জারি করে একটি বিবৃতি জারি করেছেন, "কংগ্রেস সভাপতি (মল্লিকার্জুন খাড়গে) দেবেন্দর যাদবকে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে নিয়োগ করেছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us