SIR শুরুর আগেই কেন্দ্রের ফের নয়া নির্দেশ, সবকটি রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলা হল এবার

ফরেনার্স ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে আরও বেশি ক্ষমতা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
detention camp

File Picture

নিজস্ব সংবাদদাতা: অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নিল কেন্দ্র। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, অবৈধভাবে দেশে থাকা বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে এই সেন্টারেই রাখা হবে।

নতুন নির্দেশ অনুযায়ী, ফরেনার্স ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে আরও বেশি ক্ষমতা। কোনও সন্দেহভাজনকে বিদেশি হিসেবে চিহ্নিত করলে তাঁকে সরাসরি ডিটেনশন সেন্টারে পাঠাতে পারবে ট্রাইব্যুনাল। যদি ওই ব্যক্তি নিজেকে ভারতীয় দাবি করেন, তবে যথাযথ প্রমাণ দিতে হবে। আদালত থেকেও যদি তিনি জামিন না পান, তাহলেও তাঁকে ডিটেনশন সেন্টারে রাখা হবে। সম্প্রতি পাশ হওয়া অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর ভিত্তিতেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

ChatGPT Image Sep 3, 2025, 05_25_28 PM

স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, ভারতের কোনও পর্বতশৃঙ্গ আরোহনের জন্য বিদেশিদের কেন্দ্রীয় অনুমোদন নিতে হবে। পাশাপাশি গুরুতর অভিযোগে দোষী বিদেশিদের দেশে প্রবেশ বা থাকার অনুমতি বাতিল করা হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর হয়েছে প্রশাসন। তাঁদের ফেরত পাঠানোও শুরু হয়েছে। তবে এই ইস্যুতেই ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ, বাংলায় কথা বললেই শ্রমিক বা পরিযায়ী মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে।