মুখ্যমন্ত্রীর কথার গুরুত্বই দিলেন না উপ-মুখ্যমন্ত্রী

'এই মন্দিরের তাৎপর্য কখনোই বুঝতে পারবেন না তিনি'।

New Update
v441jaig_keshav-prasad-maurya_625x300_01_December_21-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম মন্দির যাবেন না তা তিনি জানিয়েছিলেন বেশ কিছুদিন আগেই। গতকাল তাঁর মুখে শোনা যায় সেই রাম মন্দির প্রসঙ্গ; যা নিয়ে নতুন করে তপ্ত রাজনীতি। তাঁর সেই বিবৃতিতে, উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, “যারা রাম জন্মভূমি আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি, যারা রাম মন্দিরে মসজিদ নির্মাণের ব্যথা অনুভব করেনি, যাদের ওপর লাঠিচার্জ হয়নি, জেলে যেতে হয়নি; তারা ৫০০ বছরের আন্দোলনের পর নির্মিত এই মন্দিরের তাৎপর্য কখনোই বুঝতে পারবেন না। পৃথিবীর আর কোনো ধর্মীয় স্থান এতটা অবদান দেখেনি, যতটা দেখা যায় রাম জন্মভূমিতে। সেটা আর্থিক, শারীরিক বা মানসিক যাই হোক না কেন। তাই তাঁর মন্তব্যের কোনও ব্যাখ্যায় দেওয়া প্রয়োজন বোধ করিনা”।

 

hiren