বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দুটি এপিক নম্বর, মোক্ষম অস্ত্র হাতে এলো বিরোধীদের

নির্বাচন কমিশন কি ঘুমাচ্ছিল?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
akhilesh hjy1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহার দুটি এপিক নম্বর আছে। সমাজবাদী পার্টির প্রধান এবং সাংসদ অখিলেশ যাদব এদিন এই প্রসঙ্গে বলেন, “যদি তাদের উপ-মুখ্যমন্ত্রীর দুটি এপিক নম্বর থাকে, তাহলে এখানে মুখ্যমন্ত্রী ভোট লুটপাটকে সহায়তা করছিলেন। অযোধ্যায়, শিক্ষা বিভাগের কর্মকর্তারা কারা ছিলেন যারা অন্যদের দায়িত্ব দিচ্ছিলেন? মিরাপুরে, কমিশনার, এসএসপি এবং ডিএম জোর করে ঘুরে বেড়াচ্ছিলেন যাতে মানুষ ভোট দিতে বের না হয়। আমরা কি মহিলাদের দিকে রিভলবার তাক করে থাকতে দেখিনি? নির্বাচন কমিশন কি ঘুমাচ্ছিল? সেই কারণেই আমরা তাদের সাদা 'চাদর' দিতে গিয়েছিলাম। যখন অফিসাররা ভোট লুট করার জন্য অপরাধী হয়ে ওঠে, তখন কে ব্যবস্থা নেবে?”

hjkl