New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ঘন কুয়াশা। ঘন কুয়াশার কারণে বিমান বিভ্রাটের ফলে যাত্রীরা সমস্যায় পড়েছেন। যাত্রীরা তাদের নির্ধারিত ফ্লাইটের চলাচলের জন্য অপেক্ষা করছে কারণ দেশের বিভিন্ন স্থানে কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয় এবং কয়েকটি বাতিল হয়।
#WATCH | Delhi | Passengers await the movement of their scheduled flights as several flights get delayed and a few get cancelled due to fog in several parts of the country.
— ANI (@ANI) January 21, 2024
(Visuals from Indira Gandhi International Airport.) pic.twitter.com/Yqdcp2FSP8