ডেঙ্গুর নয়া ইনিংস! কেঁপে গেল রাজ্য

ডেঙ্গু! আতঙ্কের আরেক নাম। বাড়ছে মৃত্যু। বাড়ছে পজিটিভ কেস। চারিদিকে উদ্বেগ। সচেতনতার প্রচার চালাচ্ছে। পরিস্থিতির বদল কবে ঘটবে?

author-image
Pallabi Sanyal
New Update
11

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শহর থেকে জেলা, এমনকি প্রতিবেশী রাজ্যেও দাপট বাড়ছে ডেঙ্গুর। এবার নয়া ইনিংস ডেঙ্গুর। গড়লো নয়া রেকর্ড। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। আর এই রেকর্ড গড়েছে বিহার। বিহারে সেপ্টেম্বর মাসে ৬,১৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, রাজ্যে এই বছর ৬,৪২১ টি পজিটিভ কেস  হয়েছে, যার মধ্যে ৬,১৪৬টি শুধুমাত্র সেপ্টেম্বরে রিপোর্ট করা হয়েছে।  যা গত বছরের সেপ্টেম্বরে নিবন্ধিত ১,৮৯৬টি কেসের তিনগুণ। শুক্রবার রাজ্যে প্রায় ৪১৬ টি পজিটিভ কেসের খবর পাওয়া গিয়েছে। পাটনায় সর্বাধিক ১৭৭টি কেস রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বার্ন ডিজিজ কন্ট্রোল অনুসারে, এই বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারে সাতজনের ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর মোট ১৩,৯৭২টি পজিটিভ কেস রেকর্ড হয়েছে।৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৯৫ জন ১২টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

hiring.jpg