/anm-bengali/media/media_files/jwWjulBfEcJtGvnYqAgP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: নোট বাতিলের সাত বছর পার। ২০১৬ সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেন। তারপর থেকে ডিমোনিটাইজেশনের ভিন্ন চিত্র ধরা পড়ে এই কয়েক বছরে। সেই দিনের কথা আজ ফের একবার মনে করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সকাল সকাল প্রধানমন্ত্রীকে করলেন টুইট।
নিজের এক্স হ্যান্ডেলে অধীর বলেন, ‘আজ ডিমোনিটাইজেশনের ৭ম বার্ষিকী। ভারত থেকে কালো টাকা নির্মূলের জন্য আপনার দূরদর্শী পদক্ষেপ হিসাবে চিহ্নিত এই দিন। এখন আমাদের এই দিন উদযাপন করা উচিত না চরম ব্যর্থতার জন্য শোকজ্ঞাপন করা উচিত; তা যদি একটু বলে দেন’।
Respected PM @narendramodi Ji, today is the 7th anniversary of #DEMONITIZATION touted as your visionary step for ERADICATION OF BLACK MONEY from India. Now should we celebrate the occassion or mourn for abysmal failure.
— Adhir Chowdhury (@adhirrcinc) November 8, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us