‘দিল্লির দূষণ আন্দোলন ছিল অজুহাত’ — অভিযোগ শাহনওয়াজ হুসেনের

“হিডমার সমর্থনে স্লোগান অগ্রহণযোগ্য, আরবান নকশালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন” — বিজেপি নেতা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-24 1.00.11 PM

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া গেটের কাছে দূষণ বিরোধী প্রতিবাদে নকশাল নেতা মাদভি হিডমার পোস্টার দেখা যাওয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা সাইয়দ শাহনওয়াজ হুসেন কড়া ভাষায় বলেন, “দিল্লিতে যে প্রতিবাদ হয়েছিল, দূষণ ছিল শুধু একটা অজুহাত। আসল লক্ষ্য ছিল হিডমার এনকাউন্টার ইস্যুতে সরকারকে আক্রমণ করা।”

তিনি অভিযোগ করেন, “এরা আসলে ‘আরবান নকশাল’, ছদ্মবেশে আন্দোলনে আসে। এরা হলো ‘প্রোটেস্ট জীবী’। হিডমার পক্ষে যেভাবে স্লোগান তোলা হয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়।”

শাহনওয়াজ হুসেন আরও বলেন, “যারা নকশাল বা সন্ত্রাসবাদীদের সমর্থনে কথা বলবে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না।”