New Update
/anm-bengali/media/media_files/RkzFXcpvo2xivqIyQBaJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে নামতে শুরু করেছিল যমুনার জল। ফলে স্বস্তি ফিরছিল দিল্লিতে। তবে চিন্তা বৃদ্ধি করে সোমবার সকাল থেকে ফের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর জল।
/anm-bengali/media/post_attachments/AkG5k7O662mbMzRROOlK.jpg)
দুপুর ১ টায় জলস্তর পরিমাপ করে ২০৫.৮৪ মিটার রেকর্ড করা হয়েছে। যার ফলে জানা গিয়েছে, মাত্র ১ ঘণ্টার মধ্যেই বৃদ্ধি পেয়েছে জলের স্তর। দুপুর ১২ টায় দিল্লিতে জলের স্তর ছিল ২০৫.৮ মিটার। জলের স্তর আরও বৃদ্ধি পাবে বলে প্রশাসনের তরফে আশংকা করা হচ্ছে।
Further increase in water level of Yamuna River in Delhi. At 1 pm, the water level was recorded at 205.84 m.
The water level was 205.8 m at 12 pm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us