দিল্লির জল সমস্যা, প্রশ্নের মুখে এবার খোদ আপ সরকার

'জল বন্টনের বিষয়ে বিশদে জানানো হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water_crisis_in_india_1561457814.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী এবং আপ নেতা অতীশি এদিন বলেন, “আজ, দিল্লি সরকার সুপ্রিম কোর্টে সমস্ত বিশদ বিবরণ জমা দিয়েছে। রাজধানীতে জলের অপচয় কমিয়ে আনা এবং দক্ষ জল বন্টনের বিষয়ে দিল্লিতে কি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, সেই বিষয়ে বিশদে জানানো হয়েছে। এই জল সংকটের মধ্যে আমরা কী করছি তাও জানানো হয়েছে শীর্ষ আদালতকে”।

atishii aapa1.jpg

Delhi_water_crisis.webp

Add 1