/anm-bengali/media/media_files/aPbjrICeBZtuzlzeb9Gu.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল ২৪শে অক্টোবর সবেমাত্র নিজের উড়ান শুরু করেছিল নাগপুর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (ফ্লাইট নম্বর AI466)। কিন্তু নিজের উড়ান শুরু করার সাথে সাথেই হঠাৎ করেই একটি পাখির সাথে ধাক্কা লাগে ওই বিমানটির। আকস্মিক এই ঘটনায় ওই ফ্লাইটের সমস্ত যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে।
এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, "উড়ান শুরু করার পরেই ওই বিমানটির সাথে একটি পাখির ধাক্কা লাগে। এরপরেই স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) মেনে বিমানটির রক্ষণাবেক্ষণের জন্য, অতিরিক্ত সতর্কতা হিসেবে ক্রু সদস্যরা এটিকে নাগপুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YfFQNFNPEez5oOTMet6I.jpg)
এরপর ওই বিমানটি নিরাপদে নাগপুর বিমানবন্দরে অবতরণ করে। এরপর ওই বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়। রক্ষণাবেক্ষণের কাজে অতিরিক্ত সময় লাগার কারণে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়।
বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর জন্য সবরকম সাহায্য করা হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য বিমান সংস্থা দুঃখ প্রকাশ করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us