/anm-bengali/media/media_files/2CL2SRYI5n848qChPYRF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: অবশেষে স্বস্তি পেল যাদব পরিবার। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালুর পাশাপাশি তাঁর পরিবারকেও জামিন দেওয়া হল। এই নিয়ে আরজেডি দলের আইন পরিষদের সদস্য কোয়ারি সোহাইব বলেন, 'আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আজ দেশ দেখতে পাবে এক বৃদ্ধ মানুষ যিনি বেশ কিছু রোগে জর্জরিত এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, তাঁর উপর অত্যাচার চালানো হয়েছে এবং মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এমনটা করা হয়েছে কারণ তিনি দরিদ্র এবং পিছিয়ে পড়া পরিবারের সন্তান। তারা সহ্য করতে পারে না যে লালু প্রসাদ যাদব দরিদ্রের সন্তান'।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
#WATCH | Patna, Bihar: On Delhi Rouse Avenue Court grants bail to Lalu Yadav and his family in connection with land for job scam case, RJD MLC Qari Sohaib says, "It's an important day today. The country can see how an aged person who's suffering from many diseases who had gone… pic.twitter.com/dVNapgwmNX
— ANI (@ANI) October 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us